JalsatraDM

জলছত্র দাখিল মাদরাসা ১৯৬৮ সালে ফোরকানিয়া মাদরাসা হিসেবে নিবিড় জঙ্গলের কোনে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে ইহা জনবহুল অঞ্চলে মাধ্যমিক পর‌্যায়ের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে দাখিল স্তরে উন্নীত হয়। মনোরম পরিবেশ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এ সমূহ উন্নয়ন হয়েছে। অনতি দূরে উত্তর পার্শে রয়েছে এক ব্যস্ত বাজার। পূর্ব পার্শে অরণখোলা পুলিশ ফাড়ি। একটু দক্ষিণে আশ্রায়ন ও পশ্চিমে হাওদা বিল।